জার্মানিতে চলমান লকডাউনে আরও কড়াকড়ি আরোপ করেছে মের্কেল সরকার। গত কয়েকমাসে দেশটির করোনা পরিস্থিতির চরম অবনতিতে গেল শনিবার (২৪ এপ্রিল) থেকে দেশটির লকডাউনের বিধিনিয়মে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
সমাজিকভাবে চলাফেরা করার ক্ষেত্রেও আরোপ করা হয়েছে কড়াকড়ি। বিশেষ করে দুই ঘরের ৫ জনের পরিবর্তে শুধুমাত্র ২জনের মেলামেশার বিধান রাখা হয়েছে, তবে ১৪ বছরের নিচে শিশুরা এই বিধানে পড়বে না।
এদিকে দেশটিতে অব্যাহত টিকা কার্যক্রমের মধ্যেও ব্রাজিল, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার করোনার নতুন স্ট্রেন এর প্রবেশ নিয়েও উদ্বিগ্ন দেশটির সাধারণ নাগরিকেরা। তবে আবারও বন্ধ করে দেওয়া হয়েছে কদিন আগে সীমিত আকারে খুলে দেওয়া সিনেমাহল, থিয়েটার, চিড়িয়াখানা ও জাদুঘরগুলোও।
তবে আশার কথা, দেশটির সাধারণ নাগরিকদের মধ্যে বাড়ছে টিকা নেওয়ার প্রবনতা। ইতোমধ্যে মোট জনসংখ্যার ২৪ শতাংশ প্রথম ডোজ আর আর ৮ শতাংশ নিয়েছেন করোনার ২য় ডোজ। দেশটিতে বায়োএনটেক-ফাইজার, মর্ডানা, অ্যাস্ট্রাজেনেকার পর নতুন করে জনসন অ্যান্ড জনসনের টিকা প্রদান শুরু হলে করোনাকে শিগগিরই বশে আনা সম্ভব হবে বলে মনে করে আঙ্গেলা মের্কেলের সরকার।
বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
এইচএডি