ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

পর্তুগালে দ্বিতীয় টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন

শাহ মোহাম্মদ তানভীর, পর্তুগাল  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
পর্তুগালে দ্বিতীয় টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন জার্সি উন্মোচন

পর্তুগালের করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে। সরকারের নানা পদক্ষেপে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন এবং ব্যবসা-বাণিজ্য।

তারই ধারাবাহিকতায় লিসবনে আয়োজিত হতে যাচ্ছে দ্বিতীয় টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট।  

আগামী ১৩ সেপ্টেম্বর আটটি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে স্থানীয় সময় শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে জার্সি উন্মোচন অনুষ্ঠান।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, আবদুল ওয়াহিদ পারভেজ, মো. জাকির হোসাইনসহ অংশ নেওয়া আট দলের অধিনায়ক এবং টিম ম্যানেজাররা।  

উপস্থিত ছিলেন পর্তুগালের সরকারি দল সোসালিস্ট পার্টির নেতা এবং আসন্ন লিসবন সিটি করপোরেশন নির্বাচনে অ্যাসেম্বলি পদপ্রার্থী রানা তাসলিম উদ্দিন, পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শাহিন সায়ীদ, পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।  

আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ এবং পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমির প্রধান নির্বাহী রাসেল আহম্মেদসহ পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।  

অনুষ্ঠানে বক্তারা বিদেশের মাটিতে এমন সাহসী উদ্যোগের প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানান। দেশের ক্রিকেটের গৌরবোজ্জ্বল সময়ে বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন নিঃসন্দেহে দেশের সম্মান বাড়াবে বলে উল্লেখ করেন তারা।  

২০১৭ সালে প্রথম টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ চার বছর পর এবারের আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমি (একটি পর্তুগিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান), বিপিই ফকির ইউনিফেসোয়াল এলডিএ এবং পর্তুগাল বাংলা প্রেসক্লাব।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।