ঢাকা: স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ প্রিন্সিপ্যালিটি অব আন্দোরার অ্যাপিসকোপাল কো-প্রিন্স জোয়ান এনরিক ভিভেজ আই সিসিলিয়ার নিকট পরিচয়পত্র পেশ করেছেন। আন্দোরার রাজদরবারে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে পরিচয়পত্র পেশ করেন তিনি।
পরিচয়পত্র পেশের পর প্রিন্সিপ্যালিটি অব আন্দোরার অ্যাপিসকোপাল কো-প্রিন্স এবং বাংলাদেশের নবনিয্ক্তু রাষ্ট্রদূতের মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কো প্রিন্স নবনিযুক্ত রাষ্ট্রদূতকে আন্তরিক অভিনন্দন জানান। রাষ্ট্রদূত কো-প্রিন্সকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।
রাষ্ট্রদূত আন্দোরাতে বাংলাদেশের পণ্য রপ্তানি বৃদ্ধিতে কো-প্রিন্সের সমর্থন চান এবং আন্দোরান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের সুবিধা নিতে উৎসাহিত করার জন্যও তাকে অনুরোধ করেন।
বৈঠকে ১১ লাখ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য রাষ্ট্রদূত আন্দোরার অ্যাপিসকোপাল কো-প্রিন্সকে ধন্যবাদ জানান । রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনে সহায়তার জন্য তিনি কো প্রিন্সকে অনুরোধ করেন।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ১১ , ২০২১
টিআর/এসআইএস