পর্তুগাল থেকে: ইউরোপ প্রবাসী সাংবাদিকদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব (আয়েবাপিসির), পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৫ ডিসেম্বর), অনলাইনে ভার্চ্যুয়াল সভার মাধ্যমে ২০২১-২৩ সময়কালের জন্য এ পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে জার্মানি প্রবাসী হাবিবুর রহমান হেলালকে সভাপতি ও ইতালি প্রবাসী জাকির হোসেন সুমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), সহ-সভাপতি সেলিম উদ্দিন (যুক্তরাজ্য), সহ-সভাপতি জাহিদ আলম মাসুদ (যুক্তরাজ্য), সহ-সভাপতি নাঈম হাসান পাভেল (যুক্তরাজ্য), সহ-সভাপতি মেজবাহ উদ্দিন (ইতালি), সহ-সভাপতি শাহীন খলিল কাউসার (ইতালি), সহ-সভাপতি মো. জিয়াউর রহমান খান সোহেল (ইতালি), সাধারণ সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন (ইতালি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমিন (ইতালি), যুগ্ম সাধারণ সম্পাদক সাবুল আহমেদ (ফ্রান্স),
যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মুন (পর্তুগাল), যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদার (স্পেন), কোষাধ্যক্ষ মনির হোসেন (পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দীন রাজি (স্পেন), সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর আহমদ (পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন স্বপন (ইতালি), সাংগঠনিক সম্পাদক শাহ সোহেল আহমেদ (ফ্রান্স), সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া ডালিম (গ্রিস), সাংগঠনিক সম্পাদক সজিব আহমেদ (মাল্টা), দপ্তর সম্পাদক আল-আমিন হোসেন (ইতালি), প্রচার সম্পাদক নুরুল আলম জনি (ইতালি), তথ্য বিষয়ক সম্পাদক সামসুজ্জামান উদয় (জার্মানি), সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল (ইতালি), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী মাহফুজ রানা (ইতালি), ক্রীড়া বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান টিটু (স্পেন), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খন্দকার মেভিজ পরমা (গ্রিস), অভিবাসন বিষয়ক সম্পাদক শাহ ইমরুল হাসান (গ্রিস), সমাজসেবা বিষয়ক সম্পাদক আবদুল গাফফার আমান (সুইজারল্যান্ড), ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমেদ (অস্ট্রিয়া) এবং সদস্য মনিরুজ্জামান মনির (ইতালি), মাহবুবুর রহমান (অস্ট্রিয়া), কমরেড খোন্দকার (ইতালি), জহিরুল ইসলাম (গ্রিস), ফয়জুল হক রানা (স্পেন), মোহাম্মদ তাহির হোসেন (পর্তুগাল), মাইদুল ইসলাম খান (অস্ট্রিয়া) ও নাজনীন আখতার (ইতালি)।
এছাড়া উপদেষ্টা মণ্ডলীর মধ্যে প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান (অস্ট্রিয়া)। বাকি উপদেষ্টারা হলেন হাবীব চৌধুরী (ইতালি), এ কে এম জহিরুল ইসলাম (স্পেন), ড. মোহাম্মদ মুক্তার হোসেন (ইতালি), সৈয়দ কামরুল সারোয়ার (ইতালি) ও লোকমান হোসেন (স্পেন)।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এসআই