ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

ট্রাম্পপত্নীকে ‘যৌনকর্মী’ বলায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
ট্রাম্পপত্নীকে ‘যৌনকর্মী’ বলায় মামলা ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া একসময় যৌনকর্মী ছিলেন বলে খবর ছড়ানোয় যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল ও মার্কিন এক ব্লগারের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে।

মেলানিয়ার আইনজীবী চার্লস হার্ডার ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের মন্টগোমেরি কাউন্টির একটি আদালতে এ মামলা করেন।

মামলায় মেলানিয়ার ভাবমূর্তি নষ্ট করায় ১৫ কোটি ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। মামলার প্রত্যেক বিবাদীকে সমান ভাগ করে এ ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে।

সম্প্রতি ওই ব্লগারের পোস্ট ও ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ দশকের দিকে মেলানিয়া নিউইয়র্কে পাটর্টাইম যৌনকর্মী ছিলেন। পরে তার সঙ্গে ধনকুবের ট্রাম্পের দেখা হয়। তারপর দু’জনে ২০০৫ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। যদিও ব্লগার ও ডেইলি মেইল উভয়েই তাদের পোস্ট-প্রতিবেদন প্রত্যাহার করেছে।

আইনজীবী হার্ডার মামলার অভিযোগে বলেন, “এই দাবি একেবারে ‘ডাহা মিথ্যা’। বিবাদীরা মিসেস ট্রাম্পের বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন খবর ছড়িয়েছেন, যেসব শতভাগ মিথ্যা এবং তার ব্যক্তিগত ভাবমূর্তি ও পেশাগত সুনাম মারাত্মকভাবে নষ্ট করেছে। ...এই ক্ষতির মূল্য ১৫০ মিলিয়ন ডলার (১৫ কোটি)। ”

তবে, ডেইলি মেইল এবং ওই ব্লগারের অবস্থান বদলের বিষয়ে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।