ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

হিলারিকে হত্যা করা হোক, এমন ইঙ্গিতই দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
হিলারিকে হত্যা করা হোক, এমন ইঙ্গিতই দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ওপর রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আক্রমন বেড়েই চলছে। এর আগেও রাজনৈতিক সহিংসতা ডেকে আনে এমন উষ্কানিমূলক বক্তৃতা তিনি দিয়েছেন।

আর এবার তিনি যা বললেন, তাতে বলা চলে, হিলারিকে হত্যা করা হোক এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন এই ধনকুবের প্রেসিডেন্ট প্রার্থী।

শুক্রবার এক জনসভায় কথাগুলো বলেন ডনাল্ড ট্রাম্প। তিনি হিলারি ক্লিনটনের দেহরক্ষীদের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ারও আহ্বান জানান। এবং বলেন, অস্ত্র সরিয়ে ফেলুন। দেহরক্ষীদের নিরস্ত্র করে দিন। দেখুন কী হয় আপনার দশা।

অস্ত্র নিয়ন্ত্রণে হিলারি ক্লিনটনের শক্ত অবস্থানের বিরোধীতা করতে গিয়েই এমনসব কথা বলেন ট্রাম্প। তার এ বক্তৃতা যুক্তরাষ্ট্র জুড়ে নতুন সমালোচনার ঝড় তুলেছে।

মিয়ামির ওই জনসভায় ডনান্ড ট্রাম্প বলেন, “হিলারি ক্লিনটন দ্বিতীয় সংশোধনীর বিরুদ্ধে। তিনি দ্বিতীয় সংশোধনী বাতিল করতে চান। অস্ত্র, অস্ত্র, অস্ত্র, তাই না? আমি মনে করি এখন আমাদের উচিত, তিনি যে অস্ত্রধারী দেহরক্ষীদের নিয়ে সর্বত্র যাচ্ছেন তাদের হাত থেকে অস্ত্র সরিয়ে ফেলা। দেহরক্ষীদেরও উচিত অস্ত্রগুলো ফেলে দেওয়া। ”

“ওদের অস্ত্রগুলো ছিনিয়ে নিন,” বলতেই থাকেন ডনাল্ড ট্রাম্প। “তিনি তো অস্ত্র চান না। তাহলে অস্ত্রগুলো কেড়ে নিন। আমরা দেখি কি ঘটে। এর ফল ভয়াবহই হবে। ”

হিলারির ক্যাম্পেইন ম্যানেজার রবি মুক এক বিবৃতিতে বলেছেন ট্রাম্পের এই মন্তব্য, সহিংসতাকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছুই নয়। দেশের কমান্ডার ইন চিফ হতে চান এমন কারো মুখ থেকে এ ধরনের বক্তব্য অগ্রহণযোগ্য।

মুক বলেন, ট্রাম্প দেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য পুরোপুরি অযোগ্য। রিপাবলিকান নেতাদের জন্য সময় এসেছে তাদের প্রার্থীর এমন অযাচিত ব্যবহার বন্ধে উদ্যোগ নেওয়ার।

এর আগে গত ৯ আগস্ট নর্থ ক্যারোলিনার উইলমিংটনে একই ধরনের উষ্কানিমূলক বক্তৃতা করেন ডনাল্ড ট্রাম্প। সেবার তিনি বলেন, হিলারি নির্বাচিত হলে আর সুপ্রিম কোর্ট বিচারপতিদের নিয়োগ দিলে দ্বিতীয় সংশোধনীর পক্ষের লোকেরা তাকে হত্যা করতে পারে।
 
বাংলাদেশ সময় ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।