ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য

৫৪ বছর আগে স্কুলে হারানো মানিব্যাগ ফিরে পেলেন এই নারী 

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
৫৪ বছর আগে স্কুলে হারানো মানিব্যাগ ফিরে পেলেন এই নারী 

ধরুন, কোনো জিনিস হারিয়ে ফেললেন। পরে আবার ফিরে পেলেন।

এই পাওয়া নিশ্চিতভাবে বাড়তি আনন্দ দেয়। ওয়েস্ট ভার্জিনিয়ার এক নারী এমনিভাবে ৫৪ বছর পর তার হারানো ওয়ালেট বা মানিব্যাগ ফিরে পেয়েছেন।  

স্কুলে নাচের অনুষ্ঠানে ওয়ালেটটি হারিয়ে ফেলেন শ্যারন ডে নামক ওই নারী। তিনি বলেন, ১৬ বছর বয়সে ফায়েটেভিলি হাই স্কুলে নাচের অনুষ্ঠানে ওয়ালেটটি হারিয়ে ফেলেন তিনি। তিনি কখনো আশা করেননি এটি তিনি ফিরে পাবেন।
 
২০১৯ সালে স্কুলটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এটিকে সংস্কার করে অ্যাপার্টমেন্ট বানানোর সময় নিউ রিভার কনট্র্যাক্টিংয়ের শ্রমিকরা দেখতে পান, পাইপের মধ্যে ওয়ালেটটি রয়েছে।    
 
ভবনটি সংস্কারের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানের মালিক ব্র্যাডলে স্কট বলেন, পাইপটি কয়েক দশক ধরে বন্ধ ছিল। এতে দীর্ঘ দিনের হারানো কিছু জিনিস ছিল। এর মধ্যে ওয়ালেটটিও ছিল।  

এক টিভি সাক্ষাৎকারে স্কট বলেন, বক্সিং ম্যাচের পুরোনো টিকিট থেকে শুরু করে বেশ কিছু জিনিসপত্রও সেখানে ছিল।  

স্কট জানান, তিনি ওয়ালেট মালিককে সোশ্যাল মিডিয়ায় খোঁজার চেষ্টা করেন।

তিনি বলেন, ওয়ালেটে থাকা ছবিগুলোর পেছনে নাম লেখা ছিল। এতে একটি সোশ্যাল সিকিউরিটি কার্ডও ছিল। আমার মনে হচ্ছিল, তাকে খুঁজে পাব।
 
ফেসবুকে এক সপ্তাহ খোঁজার পর স্কট ডে-কে খুঁজে পেতে সমর্থ হন। ডে বলেন, কখনো ভাবিনি যে, আমি এটি দেখতে পাব।  

ওয়ালেটে থাকা ছবি ও অন্যান্য কাগজপত্রগুলো ডে স্ক্র্যাপবুক আকারে সংরক্ষণের কথা জানান ডে।  

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।