ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

হবিগঞ্জে বোরো ধান কাটা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
হবিগঞ্জে বোরো ধান কাটা শুরু

হবিগঞ্জ: উৎসবের মধ্য দিয়ে হবিগঞ্জে বোরো ধান কাটা শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরের দিকে জেলার বানিয়াচং উপজেলার সুবিদপুর হাওরে ধান কাটা উৎসবের আয়োজন করা হয়।

 

আগামী সপ্তাহ থেকে পুরো জেলায় ধান কাটা শুরু হবে বলে জানিয়েছেন কৃষকরা।

বানিয়াচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো ধান কাটা উৎসবে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নূরে আলম সিদ্দিকী এতে বিশেষ অতিথি ছিলেন।

জেলায় ১ লাখ ২২ হাজার ৫৭৫ হেক্টর জমিতে এ বছর বোরো ধানের আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমিতে ৫ দশমিক ২ মেট্রিক টন হিসেবে এবার ৬ লাখ ৩৭ হাজার ৩৯০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।  

প্রতি কেজি বোরো ধানের বাজার দর ৩০ টাকা হলে এবার জেলায় ১ হাজার ৯১২ কোটি টাকার ধান উৎপাদনের সম্ভাবনা আছে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।