ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

ফুলগাজীতে কৃষকের মধ্যে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মে ২, ২০২৩
ফুলগাজীতে কৃষকের মধ্যে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলায় কৃষকের মধ্যে সরকারি ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০২ মে) সকালে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঞাঁ কৃষকদের হাতে এসব যন্ত্রপাতি তুলে দেন।

কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষিবান্ধব সরকার কৃষি উৎপাদন বাড়াতে শ্রমিক নির্ভরতা কমাতে কৃষিকে যান্ত্রিকীকরণের উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

 অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, নয়জন কৃষকে ভর্তুকি মূল্যে আধুনিক পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়েছে। কৃষকদের এসব যন্ত্রপাতি চালানোর ব্যাপারে প্রশিক্ষণ ও পারামর্শ দেওয়া হচ্ছে। তারা এসব যন্ত্রপাতি ব্যবহার করে শ্রমিক খরচ সাশ্রয়ের মাধ্যমে অধিক ফসল উৎপাদন করবে। কৃষিকে যান্ত্রিকীকরণ করে শ্রমিক নির্ভরতা কমিয়ে তারা লাভবান হবেন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মে ০২, ২০২৩
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।