নীলফামারী: ঘূর্ণিঝড় দানার প্রভাবে নীলফামারী জেলায় ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। আমনের কলাপাকা ধান মাটিয়ে নেতিয়ে পড়েছে।
জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সদর ও সৈয়দপুরে সম্প্রতি ঘূর্ণিঝড় দানার প্রভাবে কলাপাকা আমন ধান মাটিতে নেতিয়ে পড়েছে। এতে করে কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। দানায় এই জনপদে ঝড় ও বৃষ্টির কারণে আবাদি আমন ধান মাটিতে পড়ে যায়। এবছর আমনের গাছ লকলকিয়ে বেড়ে উঠে। কৃষকরা আমনে স্বপ্ন বুনেন। কিন্তু সাম্প্রতিক ঝড় ও বৃষ্টিতে আমনের অপূরণীয় ক্ষতি হয়েছে।
নীলফামারী সদরের হাজীগঞ্জের কৃষক রানা জানান, তিনি তিন বিঘা জমিতে আমনের আবাদ করেন। সার ও কীটনাশকে বেড়ে উঠে ফসলের ক্ষেত। কিন্ত সাম্প্রতিক ঝড় ও বৃষ্টিতে ধানের গাছ মাটিতে শুয়ে পড়েছে। এতে কী আবাদ জানি না।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রূপম জানান, সাম্প্রতিক দানার প্রভাবে জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে আমনে ক্ষতি নিরুপণে চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এএটি