ঢাকা: জামায়াতের ডাকা হরতাল সত্ত্বেও মঙ্গলবার নির্ধারিত সময়েই শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন।
ডিএসইতে নিয়মিত সূচি অনুযায়ী সকাল সাড়ে দশটায় লেনদেন শুরু হয়।
অন্যদিকে বন্দরনগরী চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জেও (সিএসই) যথাসময়ে লেনদেন শুরু হয়েছে।
ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, হরতালের দিনে সবগুলো ব্রোকারেজ হাউজে লগইন করায় নির্ধারিত সময় অনুযায়ীই লেনদেন শুরু হয়েছে।
ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ১৯টি কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৩টির কমেছে এবং ৬টির দর অপরিবর্তিত রয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ১ কোটি টাকা।
অন্যদিকে সিএসইতে সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৯২ পয়েন্টে। এ সময়ে মোট আর্থিক লেনদেন হয়েছে ২৪ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির শেয়ারের দর।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘন্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
জেএনএ/সম্পাদনা: বেনু সূত্রধর ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর