ঢাকা: রাজধানীতে দক্ষিণ এশীয় কৃষির প্রতিবন্ধকতা, সম্ভাবনা এবং উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) প্রথম ধাপের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে প্রথম ধাপের এ সভা অনুষ্ঠিত হয়।
সার্ক প্রতিনিধি ও মাল্টি-স্টেকহোল্ডারস নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আযাদ।
এরপর অষ্টম সার্ক টেকনিক্যাল কমিটি অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজমুল ইসলাম।
কৃষি তথ্য সার্ভিসের বেতার কৃষি অফিসার গোলাম মাওলা বাংলানিউজকে জানান, এদিনের সুপারিশগুলো পরবর্তী পর্যায়ের সভাসমূহে বিবেচনার জন্য পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
একে/এএটি/এটি