ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

নওগাঁর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে অতিরিক্ত সচিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
নওগাঁর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে অতিরিক্ত সচিব

নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশারফ হোসেন। 

সোমবার (২৮ অাগস্ট) দুপুরে বন্যায় তলিয়ে যাওয়া সদ্য রোপণকৃত রোপা-আমন ধান ক্ষেত ঘুরে দেখেন তিনি।  

পরে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় তিনি বন্যা পরবর্তী করণীয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেন। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের সরিষা ও ভুট্টা রোপণ করার পরামর্শও দেন তিনি। এজন্য তিনি কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরিষা বীজসহ প্রয়োজনীয় উপকরণ দেয়ারও আশ্বাস দেন।  

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. গোলাম মারুফ, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. মাসুদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া বিনতে তাবিব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।