ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

পার্বতীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
পার্বতীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ১৫২ জন কৃষকের মধ্যে নাজিরশাইল জাতের রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্বতীপুর উপজেলা কৃষি অফিস চত্বরে এ চারা বিতরণ করা হয়।

পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মো. রওশন কবির বাংলানিউজকে জানান, এবারের বন্যায় পার্বতীপুর উপজেলায় ৩ হাজার ২৫০ হেক্টর জমির রোপা আমন ধানের খেত নষ্ট হয়েছে।

এর মধ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচি খরিপ-২ এর আওতায় পার্বতীপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ১৫২ জন কৃষকের মধ্যে প্রায় ২০ হেক্টর জমিতে রোপা লাগানোর জন্য নাজিরশাইল জাতের ধানের চারা বিতরণ করা হয়। এ চারা দিয়ে ১৫২ জন কৃষক ১ বিঘা করে জমি রোপন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।