ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

মোহনগঞ্জে পাট চাষে উদ্বুদ্ধকরণ সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
মোহনগঞ্জে পাট চাষে উদ্বুদ্ধকরণ সভা

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জে কৃষকদের নিয়ে পাট চাষে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী মাহমুদ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পাট চাষী সমিতির সভাপতি আব্দুল হান্নান রতন, মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.খ. ম শফিকুল হক, উপজেলা কৃষি অফিসার মো. মফিজুর রহমান নাফিস প্রমুখ।

সভায় স্থানীয় পাট চাষীরা নিজেদের নানাবিধ সমস্যা তুলে ধরে পাটের ন্যায্য মূল্যের দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।