ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

কমলনগরে চালের মূল্য নিয়ন্ত্রণে হাট পরিদর্শনে ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
কমলনগরে চালের মূল্য নিয়ন্ত্রণে হাট পরিদর্শনে ইউএনও চালের মূল্য নিয়ন্ত্রণে হাট পরিদর্শনে ইউএনও

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় হাট-বাজার ও চালের আড়ৎ পরির্দশন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ইউএনও মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা হাজিরহাট বাজার পরিদর্শন করেন।  

এ সময় তিনি আড়তদার ও ব্যবসায়ীদের অযথা চালের দাম বৃদ্ধি না করার ব্যাপারে সচেতন ও সতর্ক করেন।

 

ইউএনও বাংলানিউজকে বলেন, বাজারে যে কেউ ইচ্ছা করে যেনো চালের দাম বৃদ্ধি করতে না পারেন এ ব্যাপারে প্রশাসন সজাগ রয়েছে। দর নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বাজার পরির্দশন করছি।

পরিদর্শনকালে খাদ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বাজার ব্যবস্থাপনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।