ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

বানভাসিদের মধ্যে বীজ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
বানভাসিদের মধ্যে বীজ বিতরণ বীজ বিতরণ-ছবি-বাংলানিউজ

কুড়িগ্রাম: ‘সবুজে গড়ি, সবুজে ভরি; বানভাসি মানুষর ভিটা বাড়ি’ স্লোগানে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র অববাহিকার ৩শ' চরবাসির মধ্যে সবজি বীজ বিতরণ করেছে জেলার এসএসসি ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীরা। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর চাকদা খানপাড়া হাইস্কুল মাঠে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত গারুহারা চরের ৩শ' পরিবারকে বিভিন্ন সবজির বীজ দেওয়া হয়।  

প্রতিটি পরিবারকে ১০ ধরনের শাক-সবজির বীজ বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, তিতাস টেলিকমের পরিচালক মামুনুর রশিদ মামুন, ব্যবসায়ী জুয়েল উদ্দিন, আরিফুর রহমান সজিব প্রমুখ।  

এ সময় উদ্যোক্তারা বানভাসিদের পুনর্বাসনে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩,২০১৭
এফইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।