মঙ্গলবার (২২ জানুয়ারি) থেকে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেলে শেষ হয়। কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
তিনদিনের এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিভূতি ভুষণ সরকার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ড. হায়াত মাহমুদ, কৃষিবিদ বিভাষ চন্দ্র সাহা, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাবিহা সুলতানা প্রমুখ।
বৃহস্পতিবার বিকেলে এ কর্মশালা শেষে কৃষক-কৃষাণিদের মধ্যে সনদপত্র ও নগদ অর্থ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এনটি