ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

সাতক্ষীরায় কৃষকের কাছ থেকে ধান ক্রয় শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, মে ২৩, ২০১৯
সাতক্ষীরায় কৃষকের কাছ থেকে ধান ক্রয় শুরু কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা শুরু। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরায় সরকারিভাবে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১২টায় জেলা শহরের অদূরে বাঁকালে কৃষকের বাড়ি গিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামাল।  

এসময় উপস্থিত ছিলেন জেলা সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ চৌধুরী, জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন প্রমুখ।

কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, এবছর সাতক্ষীরায় ৪ লাখ ৮১ হাজার মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে। তবে জেলাব্যাপী কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ২৯১ মেট্রিক টন। কেজিপ্রতি ২৬ টাকা দরে ১০৪০ টাকা মণে ধান ক্রয় করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।