রোববার (৯ জুন) সকালে শহরের স্বাধীনতা উদ্যানের সামনে বেলুন উড়িয়ে এ তথ্য সংগ্রহের উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) তপন কুমার বিশ্বাস।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাংস্কৃতিক ফাউন্ডেশনে এসে শেষ হয়।
পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক সৈয়দ আমজাদ হোসেন, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ফেরদাউস পারভেস, শেখ আব্দুল জলিল, আবুল কালাম আজাদ, তথ্য সুপারভাইজার ও তথ্য সেবা সংগ্রহকারীরা র্যালিতে অংশ নেন।
আয়োজকরা জানান, ৯ জুন থেকে ২০ জুন পর্যন্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা হবে। এর জন্য ৯ উপজেলায় ৯ জন উপজেলা সমন্বয়কারী ২৭ জন জোনাল অফিসার ২৪৭ জন সুপারভাইজার ও এক হাজার ৫২৫ জন তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে এ কাজ করবেন।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জুন ০৯, ২০১৯
জিপি