সোমবার (২০ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর খাদ্য গুদামে মো. হুমায়ুন নামে এক কৃষকের কাছ থেকে ধান নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদিকুর রহমান খান।
এসময় জেলা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহিদুল্লাহ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বরকত উপস্থিত ছিলেন।
চলতি আমন সংগ্রহ মৌসুমে সদর উপজেলায় ৬৫৪ মেট্রিক টন এবং গোপালগঞ্জ জেলায় সর্বমোট ২ হাজার ২৭৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে বলে জানা গেছে। এতে কৃষক প্রতি কেজি ধানের দাম পাচ্ছেন ২৬ টাকা।
ইউএনও মো. সাদিকুর রহমান খান বাংলানিউজকে বলেন, গত বছর থেকে গোপালগঞ্জে ইউনিয়ন পর্যায়ে লটারির মাধ্যমে প্রথম ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়। এ বছর লটারি পদ্ধতিটিকে মডেল হিসেবে নিয়ে সারাদেশে ধান সংগ্রহ কার্যক্রম চলছে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এসআরএস