বান্দরবান: বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, চিনা বাদাম, শীতকালীন মুগ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বান্দরবানে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলা সদর উপজেলা পরিষদের হলকক্ষে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল কুদ্দুস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুকসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বান্দরবানের সাত উপজেলার কৃষকদের বীজ ও সার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এসআরএস