ফেনী: ফেনীর সফল কুল চাষি আছমত আলীর কুল বাগান পরিদর্শন করতে বুধবার (৯ ফেব্রুয়ারি) এসেছেন নারায়ণগঞ্জের ৩০ জন কৃষক।
নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক ড. নুর জাহানের নেতৃত্বে এ পরিদর্শন দলে আরও ছিলেন নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আমিনুর রশীদ (পিপি), লিটন দেব নাথ।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা কৃষি অফিসার শারমীন আক্তার, কাজিরবাগ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা লুৎফুল করিম মজুমদারসহ জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা।
পরিদর্শনকালে কৃষিবিদ ড. নুর জাহান বলেন, কৃষক আছমত আলী তার বাগানে আধুনিক প্রযুক্তির ব্যবহার করেছেন। তিনি ইতোমধ্যেই দেশের অন্য কৃষকদের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন। জেলার সদর, বন্দর, রূপগঞ্জ, সোনারগাঁ, আড়াইহাজার উপজেলার কৃষকরা তার বাগানটি পরিদর্শন করেছেন। নারায়ণগঞ্জেও কুল বাগান সম্প্রসারিত হবে।
সোনারগাঁ থানা থেকে আগত কৃষক তারা মিয়া বলেন, আছমত আলীর বাগান দেখে উৎসাহিত হয়েছি। তার কাছ থেকে বিস্তারিত জেনেছি, আশা করছি সোনারগাঁয়ে চাষাবাদ করা যাবে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এসএইচডি/এএটি