নাটোর: নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় ২ হাজার ৬০০ চাষিকে পাট অধিদপ্তরের প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সদর উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগীদের মধ্যে পাট বীজ ও সার হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সদর উপজেলা কৃষি অফিসার মো. মেহেদুল ইসলাম এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রুবিনা খাতুন প্রমুখ।
কৃষি অফিসার মো. মেহেদুল ইসলাম বাংলানিউজকে জানান, ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় প্রত্যেক কৃষকের এক বিঘা জমি চাষে এক কেজি করে পাট বীজ এবং মোট ১২ কেজি ইউরিয়া, টিএসপি ও এমওপি সার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এসআরএস