ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

মাগুরায় বিনা উদ্ভাবিত ধান নিয়ে আঞ্চলিক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুন ৪, ২০২২
মাগুরায় বিনা উদ্ভাবিত ধান নিয়ে আঞ্চলিক কর্মশালা

মাগুরা: মাগুরায় বৃহত্তর যশোর ও ফরিদপুর অঞ্চলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত আউশ ও আমন ধানের জাতগুলোর সম্প্রসারণে করণীয় শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার  (৪জুন) বিনা মাগুরা উপকেন্দ্র মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

 

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক  সুশান্ত কুমার প্রামাণিক, রাজবাড়ী জেলার উপ-পরিচালক এস এম সহিদ নূর আকবর, চুয়াডাঙ্গা জেলার উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) খুলনা অঞ্চলের যুগ্ম পরিচালক এ কে এম কামরুজ্জামান, বিনার কৃষি তত্ত্ব বিভাগের প্রধান ড. মো. শহিদুল ইসলাম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল আলম মণ্ডলসহ অন্যরা।  

কর্মশালা সঞ্চালনা করেন বিনা মাগুরা উপকেন্দ্রের ইনচার্জ ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা সেফাউর রহমান।  

অনুষ্ঠানে এ অঞ্চলের বিভিন্ন জেলা থেকে কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ৫০ জন কৃষক প্রতিনিধি অংশ নেন।  

কর্মশালায় দেশের খাদ্য ঘাটতি পূরণে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল, খরা সহিষ্ণু, দ্রুত ফলদায়ক ও অধিক পুষ্টিমান সম্পন্ন বিনা ধান উৎপাদন ও সম্প্রসারণে বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয় 

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ০৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।