ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

গোপালগঞ্জে ২৪৬০ কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
গোপালগঞ্জে ২৪৬০ কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জ: কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২২-২৩ রবি মৌসুমের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ২ হাজার ৪৬০ জন কৃষকের হাতে এ কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

 

কৃষক প্রতি গম ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ভুট্টা বীজ ২ কেজি, সরিষা বীজ ১ কেজি, সূর্যমুখী বীজ ১ কেজি, পেঁয়াজ বীজ ১ কেজি, মুগ বীজ ৫ কেজি, মসুর বীজ ৫ কেজি, খেসারি বীজ ৮ কেজি, চীনা বাদাম বীজ ৮ কেজি হারে বিতরণ করা হয়।  

বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি অমিত কুমার সাহা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার খায়রুল ইসলাম পাভেল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিটুল রায়, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।