ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

অভিবাসী দিবস উপলক্ষে আমিরাতে মতবিনিময় সভা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
অভিবাসী দিবস উপলক্ষে আমিরাতে মতবিনিময় সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবী: সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দূতাবাসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) আমিরাতের রাজধানী আবুধাবী বাংলাদেশ দূতাবাসের উদ্দ্যেগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আমিরাতে বাংলাদেশি রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান।

আইটি কর্মকর্তা মোল্লা ওসমান গনির পরিচালনায় মতবিনিময় সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

বাণী পড়ে শোনান- শহিদুজ্জামান ফারুকী, লেবার কাউন্সিলার আরমান উল্লাহ চৌধুরী, দুতাবাসের প্রথম সচিব জসিম উদ্দীন, ড. মুকসেদ আলী।

সেই সময় দূতাবাসে আগত প্রবাসীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ