ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আমিরাতে ইউনুস গণিকে গণসংবর্ধনা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আমিরাতে ইউনুস গণিকে গণসংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শারজাহ: চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য আলহাজ্ব ইউনুস গণি চৌধুরীকে শারজাহতে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আগমন উপলক্ষে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।



গত শনিবার (০৯ জানুয়ারি) দুবাই ও উত্তর আমিরাত বঙ্গবন্ধু পরিষদ ও আমিরাত আওয়ামী পরিবারের উদ্যোগে শারজাহ আল হু্দাইবিয়া রেস্টুরেন্টের বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

দুবাই বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি কাজী মোহাম্মদ আলীর সঞ্চালনায়  গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা ও আমিরাত বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি আয়ুব আলী বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও আমিরাত গ্রেটার কুমিল্লা সোসাইটির সভাপতি ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ। এছাড়া উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং রাস আল খাইমাহ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি পেয়ার মোহাম্মদ, আজমান বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসমাইল গণি চৌধুরী, আমিরাত কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবু নাছের, দুবাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা সাইফুদ্দিন আহম্মদ, দুবাই আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কায়সার হামিদ, দুবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ, উম্ম আল কোয়াইন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এহসানুল হক চৌধুরী, উম্ম আল কোয়াইন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ শিবলু, দুবাই প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা ফজলুল কবির চৌধুরী, আমিরাত সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি গীতিকার লালন আজাদ, আমিরাত এম এ রহিম স্মৃতি সংসদের এমরানুল হক বাবুল, এলামুল হক, মিজান চৌধুরী, মামুনুল হক, জাহেদ চৌধুরী, এম এস পারভেজ, আব্দে মোস্তফা রুবেল, বাদুন চৌধুরী, সালাউদ্দিনসহ আমিরাতে বঙ্গবন্ধু পরিষদ ও আওয়ামী পরিবারের বিভিন্ন প্রতিনিধি, সাংবাদিক ও কমিউনিটির নেতারা।

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ