কাতার: প্রথমবারের মতো কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিহ্যাব হাউজিং ফেয়ার।
দেশটির রাজধানী দোহার নাজমা ক্রাউন প্লাজা বিজনেস পার্ক হোটেলে আগামী ২২ ও ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই মেলা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে দোহা নাজমা এশিয়ান চিফ হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাতারের যুব সংগঠন স্পার্কিং ডিমের সভাপতি পান্না খানের সভাপতিত্বে ও সংগঠনের ম্যানেজিং ডিরেক্টর রেজওয়ান বিশ্বাস নিলয়ের পরিচালনায় এ সভা হয়েছে।
বক্তব্য রাখেন স্পার্কিং ডিমের উপদেষ্টা খলিলুর রহমান, সহ-সভাপতি এস ডি রিয়াজ, কাতার এন এর বি বি সিনিয়র সহ-সভাপতি আবদুল মতিন পাটোয়ারী, কাতার আওয়ামী লীগ সভাপতি সফিকুল ইসলাম প্রধান, কাতার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, কাতার বিএনপি সভাপতি আবু সাইদ, কাতার বিএনপি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা, কাতার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল কাসেম সরকার, কাতার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আবু ইউসুফ পাটোয়ারী বাবুল, কাতার গোপালগঞ্জ সমিতির সভাপতি হাসিবুর রহমান, কাতার সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম আমিনুল হক, কাতার প্রবাসী সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মামুন, কাতার বাংলাদেশ কমিউনিটির নেতা গোলাম সরোয়ার মিশু, মো. হাসান, রাইহান আলী প্রমুখ।
এছাড়াও কাতারের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যাবসায়ী সংগঠনের নেতারাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কাতারে রিহ্যাবের এই মেলায় রিহ্যাব সদস্য ছাড়াও বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানসহ মোট ৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ২২ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে রিহ্যাব হাউজিং ফেয়ার কাতার-২০১৬ উদ্বোধন করবেন কাতারের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আসুদ আহমদ।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
আইএ