ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে মাতৃভাষা দিবস উপলক্ষে সভা

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আমিরাতে মাতৃভাষা দিবস উপলক্ষে সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতে মাতৃভাষা দিবস উপলক্ষে প্রবাসীদের সংগঠন বাংলাদেশ সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   

রোববার (২১ ফেব্রুয়ারি) আমিরাতের রাজধানী আবুধাবিতে রেড চিলি হোটেলের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।



সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক সচিব শহিদুজ্জমান ফারুকী।  

সাধারণ সম্পাদক আব্দুল ছালাম তালুকদারের পরিচালনায় সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দূতাবাসের প্রথম সচিব জসিম উদ্দিন, জনতা ব্যাংকের সিইও ইসমাঈল হোসেন, সমিতির সাংগঠনিক সম্পাদক নাছির তালুকদার, আব্দুল কুদ্দুস খালেদ, জাকের হোসেন খতিব, শওকত আকবর, দিদারুল আলম, প্রকৌশলী আশিষ বড়ুয়া, ইউনুছ সিদ্দিকী প্রমুখ।

নতুন প্রজন্মকে মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে দেশের সঠিক ইতিহাস জানানোর আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ