ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে স্বাধীনতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, মে ১৫, ২০১৬
আমিরাতে স্বাধীনতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে তিন মাসব্যাপী চলে আসা টোকিও সেট স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মে) আমিরাত উম্মে আল কুয়াইন আল-আরব স্টেডিয়ামে কর্ণফুলী একাদশ ও সুরমা একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। কর্ণফুলী একাদশের গোলরক্ষক একটি গোল ফিরিয়ে জয়লাভ করেন তারা।   পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে গোল্ডেন ট্রফি বিতরণকালে দুবাই কন্স্যুলেটের প্রথম সচিব মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, বর্তমান আধুনিক বিশ্বে সংস্কৃতি ও খেলাধুলা থেকে যুবসমাজ দূরে সরে যাচ্ছে। তরুণ সমাজের মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই।  

তিনি প্রবাসে এমন খেলা আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৬
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ