ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বাংলাদেশির মৃত্যু

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
আমিরাতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বাংলাদেশির মৃত্যু

আবুধাবী: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে বিদ্যুতের তারে জড়িয়ে মোহাম্মদ আবদুল মহসীন (২৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) স্থানীয় সময় ভোরে কর্মস্থল আবুধাবীর  মুহাম্মদ বিন জায়েদ সিটির একটি সাইটে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

পবিত্র রমজান মাস উপলক্ষে তার ডিউটি রাত সাড়ে ৮টা থেকে রাত আড়াইটা পর্যন্ত ছিল।

সিলেট বিশ্বনাথ থানার নোয়াপাড়া গ্রামের মৃত আবদুল কায়ুমের ছেলে মোহাম্মদ আবদুল মহসীন।

তিনি গত চার বছর ধরে আমিরাতের সুরুর আল শাওমিক ব্লিডিং কনস্ট্রাসন নামে একটি কোম্পানিতে পাইপ ফিটার হিসেবে কাজ করে আসছেন।

খবর পেয়ে আবুধাবী পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে আবুধাবীর শেখ খলীফা হাপাতাল মর্গে রেখেছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ