ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতের শাসকদের ঈদ জামাতের স্থান ঘোষণা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
আমিরাতের শাসকদের ঈদ জামাতের স্থান ঘোষণা

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হবে বুধবার (০৬ জুলাই)। তাই আমিরাতের শাসকরা কে কোথায় ঈদের জামাত আদায় করবে সেই সব স্থানের নাম ঘোষণা করা হয়েছে।

দুবাই শাসক: সংযুক্ত আরব আমিরাত প্রধানমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাক্তউম পবিত্র ঈদ-উল ফিতারের নামাজ আদায় করবেন দুবাই নগরীর শায়খ মুহাম্মাদ যাবীল মসজিদে। পরে যাবীল গ্র্যান্ড প্যালেসে ঈদ শুভেচ্ছা করবেন।

আবুধাবি শাসক: আবুধাবি এর ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার, শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ, আবুধাবির অন্যান্য  শেখ, মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঈদের নামাজ আদায় করবেন শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে। পরে মোহাম্মদ বিন জায়েদ আল প্যালেসে ঈদ শুভেচ্ছা করবেন।

শারজাহ শাসক: সুপ্রিম কাউন্সিল সদস্য, ড. শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি ঈদের নামাজ আদায় করবেন শারজাহ আল বাদী মসজিদে। পরে (প্রথম ও দ্বিতীয় দিন) আল বাদী আমের প্যালেসে ঈদ শুভেচ্ছা করবেন।

ফুজাইরাহ শাসক: সুপ্রিম কাউন্সিল সদস্য, শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি ঈদের নামাজ আদায় করবেন ফুজাইরাহ শেখ জায়েদ নতুন মসজিদে। পরে আল রেমাইলাহ প্যালেসে ঈদ শুভেচ্ছা করবেন।

রস আল খাইমাহ শাসক: সুপ্রিম কাউন্সিল সদস্য, শেখ সৌদ বিন সাকার আল কাসিমি ঈদের নামাজ আদায় করবেন আরএকে খুযাম গ্র্যান্ড মসজিদে। পরে খুযাম আল দিয়াফাহ মজলিসে ঈদ শুভেচ্ছা করবেন।

আজমান শাসক: সুপ্রিম কাউন্সিল সদস্য, শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়াইমি এবং আজমান ক্রাউন প্রিন্স, শেখ আম্মার বিন হুমাইদ আস নুয়াইমি ঈদের নামাজ আদায় করবেন আজমান শেখ রশিদ ইবনে হুমাইদ মসজিদে। পরে আল জাহের প্যালেসে ঈদ শুভেচ্ছা করবেন।

উম্ম আল কায়ওয়েন শাসক:  সুপ্রিম কাউন্সিল সদস্য, শেখ সৌদ বিন রশিদ আল মুয়াল্লাহ ঈদের নামাজ আদায় করবেন উম্ম আল কায়ওয়েন শেখ জায়েদ মসজিদে। পরে তার  প্রাসাদে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ