ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে ৬৮২ কয়েদির মুক্তি

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
আমিরাতে ৬৮২ কয়েদির মুক্তি

আমিরাত: ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কারাগারে আটক দণ্ডিত ৬৮২ কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে।

বুধবার (০৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানান আমিরাত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান।

এর মধ্যে আমিরাত প্রেসিডেন্ট ৪৪২ জন, শারজাহ শাসক এবং সুপ্রিম কাউন্সিলের সদস্য ড. শাইখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি ১৩০ জন ও আজমান শাসক এবং সুপ্রিম কাউন্সিলের সদস্য শেখ হুমাইদ বিন রশিদ আল নুইমি ১১০ জন বন্দিদের মুক্তির আদেশ দেন।

আমরা আশা করি, মুক্তি পাওয়া কয়েদিরা তাদের জেল অভিজ্ঞতা থেকে তাদের নতুন জীবন শুরু করবে এবং সুনাগরিক হিসেবে সম্প্রদায়ের কাছে ফিরে আসার জন্য উৎসাহিত হবে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ