ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিল্পী আমিনুল ইসলামের চিত্র প্রদর্শনী ‘অর্গানিসিটি’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ১৭, ২০২৩
শিল্পী আমিনুল ইসলামের চিত্র প্রদর্শনী ‘অর্গানিসিটি’ 

ঢাকা: শিল্প-সংগ্রাহক আবুল খায়েরের সংগ্রহে থাকা ১৯৭০ থেকে ২০০০ সাল সময়কালে করা আমিনুল ইসলামের ড্রইং নিয়ে ‘অর্গানিসিটি’ শিরোনামের প্রদর্শনী শুরু হয়েছে।

মঙ্গলবার রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট লেখক হাসনাত আবদুল হাই।

প্রদর্শনীর সার্বিক বিন্যাস (কিউরেট) করেছেন চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান।

আয়োজক সংগঠন জানায়, ১৯৭০ থেকে ২০০০ সালের মধ্যে করা আমিনুল ইসলামের রেখাচিত্রের এই সংকলিত প্রদর্শনী বাংলাদেশের শিল্প-আন্দোলনের আধুনিকতাকে ফিরে দেখার একটি প্রয়াস। বিগত শতাব্দীর পঞ্চাশ থেকে আশির দশক বাংলাদেশের শিল্পকলা আন্দোলনের গতিপ্রকৃতি নির্মাণ ও সাংস্কৃতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি।

সময়ের অন্যতম পুরোধা শিল্পী ছিলেন আমিনুল ইসলাম (১৯৩১-২০১১)। তিনি চিত্রকলার নানাবিধ মাধ্যমে কাজ করেছেন। নিরীক্ষামূলক কাজের জন্য প্রথা ভেঙে নতুন ভাষা নির্মাণে সচেষ্ট ছিলেন। নতুন প্রজন্মের কাছে পথিকৃৎ শিল্পী আমিনুল ইসলামকে তুলে ধরার উদ্দেশ্যে বেঙ্গল ফাউন্ডেশন এই প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রদর্শনী চলবে আগামী ৮ জুলাই (শনিবার) পর্যন্ত। প্রদর্শনী প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ১৭, ২০২৩ 
এইচএমএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।