ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

জনপ্রিয় ১৫ কবিতার পেছনের গল্প এক মলাটে

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
জনপ্রিয় ১৫ কবিতার পেছনের গল্প এক মলাটে

‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ মানুষের মুখে মুখে ফেরা কবি হেলাল হাফিজের এই লাইনটি তার ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতার। কোন প্রেক্ষাপটে কবিতাটি লিখেছিলেন কবি? কিংবা নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো’ এই বিখ্যাত কবিতার নেপথ্যের গল্পটাই বা কেমন? নিশ্চয় এমন প্রশ্ন বা কৌতূহল পাঠকের মনে জাগে।

এই বই সেই কৌতূহল মেটাবে।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ১৫ কবি তাদের বিখ্যাত ১৫টি কবিতার ‘মুহূর্ত’ লিখেছেন। কবিরা হলেন- নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, হেলাল হাফিজ, মুহম্মদ নূরুল হুদা, কামাল চৌধুরী, আসাদ মান্নান, রণজিৎ দাশ, মৃদুল দাশগুপ্ত, মাসুদ খান, শান্তনু চৌধুরী, আলফ্রেড খোকন, চঞ্চল আশরাফ, মজনু শাহ, মোস্তাক আহমাদ দীন ও শামীম রেজা।

বইটি সম্পাদনা করেছেন মাহমুদ শাওন। দাম ২৪০ টাকা। প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান। প্রকাশক পুণ্ড্র প্রকাশন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।