ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

জয়নুলকে নিয়ে চারুকলা অনুষদের ২ দিনব্যাপী সেমিনার

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
জয়নুলকে নিয়ে চারুকলা অনুষদের ২ দিনব্যাপী সেমিনার

শিল্পাচার্য জয়নুল আবেদিন জন্মশতবর্ষ ২০১৪ উদযাপন উপলক্ষে ‘শতবর্ষের আলোকে জয়নুল ও প্রাসঙ্গিক শিল্পভাবনা’ শীর্ষক ২ দিনব্যাপী সেমিনার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।

১১ জানুয়ারি রোববার সকাল ১০টায় শুরু হয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে দুটি অধিবেশনে প্রথম দিনের সেমিনার চলছে।



১২ জানুয়ারি সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরও দুটি অধিবেশনে দ্বিতীয় দিনের সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে দেশের ও দেশের বাইরের স্বনামধন্য প্রাবন্ধিকদের বক্তৃতায় প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে।



বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।