ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বইমেলায় স্বকৃত নোমানের উপন্যাস ‘কালকেউটের সুখ’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
বইমেলায় স্বকৃত নোমানের উপন্যাস ‘কালকেউটের সুখ’

অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-য় জাগৃতি থেকে প্রকাশিত হবে স্বকৃত নোমানের সপ্তম উপন্যাস ‘কালকেউটের সুখ। ’ বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী আমজাদ আকাশ।



লেখকের মতে, সাম্প্রদায়িকতা, হিন্দুধর্মাবলম্বীদের নীরব দেশত্যাগ এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উত্থানকেন্দ্রিক একটি সামাজিক ও রাজনৈতিক উপন্যাস এটি।

‘রাজনটী’ উপন্যাসের জন্য ২০১২ সালে এইচএসবিসি-কালি ও কলম কথাসাহিত্য পুরস্কার প্রাপ্ত এই লেখকের উল্লেখযোগ্য অন্য দুটি উপন্যাস ‘বেগানা’ ও ‘হীরকডানা’।

উল্লেখ্য, প্রকাশিতব্য উপন্যাসটির এক তৃতীয়াংশ বাংলানিউজের শিল্প-সাহিত্য বিভাগে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।


বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।