ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

কেন্দুয়ায় কবি জালাল খাঁ’র স্মরণোৎসব

নেত্রকোনা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
কেন্দুয়ায় কবি  জালাল খাঁ’র স্মরণোৎসব

নেত্রকোনা: আত্মসন্ধানী ও অসাম্প্রদায়িক চেতনাবোধের কবি জালাল উদ্দিন খাঁ’র স্মরণোৎসব তার জন্মভূমি কেন্দুয়া উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে কবির ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের সদস্য ও অসংখ্য ভক্তের উপস্থিতিতে স্মরণোৎসব শুরু হয়।

নানা কর্মসূচির মধ্য দিয়ে তা চলবে গভীররাত পর্যন্ত।

এ বিষয়ে কবির নাতি মো. গোলাম ফারুক বাংলানিউজকে বলেন, কবির আত্মার মাগফিরাত কামনা করে সকাল ১০টায় দোয়া ও মিলাদের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। পর্যায়ক্রমে কবির সমাধিস্থলে আলোচনা সভা, জিকির, দোয়‍া ও দরুদসহ রাতব্যাপী বাউল শিল্পীদের গানের আসর চলবে।

এদিকে, স্থানীয় সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ছোটকাগজ ‘চর্চা’র সম্পাদক কবি মো. জিয়াউর রহমান জানান, বিকেলে উপজেলা সদরে কবির স্মরণে ঝংকার শিল্পীগোষ্ঠী কার্যালয়ে আলোচনা সভা ও কবিতা পাঠ করা হবে।

কবি জালাল উদ্দিন খাঁ ১৮৯৪ সালের ২৫ আগস্ট নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আসদহাটি গ্রামের মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে ১৯৭২ সালের ৩১ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। জালাল খাঁ তার দীর্ঘ জীবনে অসংখ্য জনপ্রিয় গীতিকবিতা রচনা করেছেন। তার রচিত ‘জালাল গীতিকা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও জালাল গীতিকা পঞ্চম খণ্ড’ নামে প্রকাশিত পাঁচটি গীতিকবিতার বই রয়েছে। এছাড়া তার রচিত ‘বিশ্ব রহস্য’ নামে বহুল তত্ত্ব ও তথ্য সমৃদ্ধ একটি প্রবন্ধের বইও আছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।