ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

গুলশান ক্লাবে ‘অল্প-গল্প’ সাহিত্য আড্ডা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
গুলশান ক্লাবে ‘অল্প-গল্প’ সাহিত্য আড্ডা

ঢাকা: গুলশান ক্লাবে অনুষ্ঠিত হলো ‘অল্প-গল্প’ নামে সাহিত্যের ভিন্নধর্মী এক আড্ডা।

রোববার (৬ সেপ্টেম্বর) ক্লাব পাঠাগারে আয়োজিত এ আড্ডা ভ্রমণগল্প, সমসামিয়ক বিশ্বপরিস্থিতি বিশ্লেষণ, জীবনাভিজ্ঞতা বর্ণনা, সাহিত্য সমালোচনা, স্মৃতিচারণ, আবৃত্তি, ছড়া পাঠের মধ্য দিয়ে জমজমাট হয়ে ওঠে।



আড্ডায় ক্লাব সভাপতি ও সদস্যরাসহ অতিথি হিসেবে যোগ দেন লেখক-সাংবাদিক মাহমুদ হাফিজ। নান্দনিক উপস্থাপনা ও স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে আড্ডাটি প্রাণবন্ত করে রাখেন কবি, শিক্ষানুরাগী ও সমাজসেবিকা ফরিদা মণি শহিদুল্লাহ।

গুলশান ক্লাবের সভাপতি শাহাব উদ্দিন খান সাম্প্রতিক ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন। আড্ডায় আরও বেশিসংখ্যক সদস্যের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে এজন্য তিনি ক্লাবের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আগ্রহের কথা জানান।

সিঙ্গারখ্যাত ব্যবসায়ী মাহবুব জামিল জীবনমুখী স্মৃতিচারণ করে বর্তমান ছাত্রসমাজকে তাদের হৃতগৌরব ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। ক্লাব সদস্য কবি মোনা চৌধুরী ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশের কবিতা থেকে আবৃত্তি করে শোনান। তাহেরা মোজাফফর কবিতা আবৃত্তি  করে শোনান।

সিরিয়ায় ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে দেশটির সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে আলোকপাত করেন ক্লাব সদস্য মোহাম্মদ রবিন। ইমদাদুল হক মিলনের উপন্যাসের ওপর আলোকপাত করে সাহিত্য সমালোচক ইফতেখারুল ইসলাম ইফতি বলেন, শুধু জনপ্রিয় লেখকের কাতারে ফেলে অসাধারণ সব সাহিত্যের জনক মিলনকে খাটো করার যুক্তি নেই।

কবিতা আবৃত্তি করে শোনান তাহেরা মোজাফফর। আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত লেখক-সাংবাদিক মাহমুদ হাফিজ তার সাম্প্রতিক ইউরোপ ভ্রমণ, স্টকহোমে ভ্রমণের বিড়ম্বনাকর অভিজ্ঞতা এবং ভ্রমণসাহিত্যে তার লেখালেখির কথা তুলে ধরেন। তিনি নিজের কবিতাসহ কবি হেলাল হাফিজের ‘মানবানল’ কবিতাটি পাঠ করে শোনান।

উপস্থাপক ফরিদা মণি শহিদুল্লাহ বলেন, কবিতা ও সাহিত্য পৃথিবীর কৈশোরের চর্চা, যা আমাদের দীর্ঘজীবী হওয়ার  গ্যারান্টি দেয়। তাই নিজেদের বাঁচার প্রয়োজনেই শিল্পসাহিত্যের চর্চা করে যেতে হবে।

অনুষ্ঠানে ক্লাবের প্রবীণ সদস্য ও সাবেক সভাপতি ব্যবসায়ী তালেবুর রহমান তার নিজের লেখা জীবনভিত্তিক উপন্যাস ‘বাণিজ্য বসতে লক্ষ্মী’ বইটি ক্লাব পাঠাগার ও আড্ডায় উপস্থিত সদস্যদের উপহার দেন।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।