ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

আমার আকাশ দেখা | অমিয় দত্ত ভৌমিক

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
আমার আকাশ দেখা | অমিয় দত্ত ভৌমিক

আমি আকাশ দেখেছি
ত্রয়োদশীর নিভৃত রাতে।
ছাদের কোণে একাকী দাঁড়িয়ে
ক্ষণে ক্ষণে বদলে যাওয়া এক
স্বপ্নীল আকাশ।



তুমি থাকলে; দেখতে,
কিভাবে শরতের রাতে আকাশ
রঙ বদলায় নানা ভঙ্গিমায়।
কখনো বর্ষার সাথে সখ্য আবার
কখনো বিচ্ছুরিত রূপালি আভায়।

আকাশের এই বিচিত্রতা আমাকে
নিয়ে গেছে পর্বত থেকে মরুতে
আবার কখনো প্রকৃতির নির্জনতায়
তেপান্তরের মাঠ পেরিয়ে নীল সমুদ্রে।

আবার কখনো আকাশের দিকে
তাকিয়ে আমি হারিয়ে গেছি
তোমার দিঘল কালো চুলে,
যেমন করে তোমার কপালের টিপ
হারিয়ে যায় ঘন কালো মেঘের আড়ালে
রূপালি চাঁদের মতো।


বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।