ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ভারতে যাচ্ছে ইউনিভার্সেল থিয়েটার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
ভারতে যাচ্ছে ইউনিভার্সেল থিয়েটার

ঢাকা: পশ্চিমবঙ্গের নদীয়ার কল্যাণী নাট্য ভাবনা’র আমন্ত্রণে আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নিতে বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) ভারতে যাচ্ছে নাট্য সংগঠন ইউনিভার্সেল থিয়েটার।

সপ্তাহব্যাপী ওই নাট্যোৎসবে কলকাতার বেশ কয়েকটি জনপ্রিয় নাট্যদলসহ বিভিন্ন দেশের নাট্য সংগঠন অংশ নেবে।

আগামী ৬ ডিসেম্বর নদীয়ার কল্যাণীর ঋত্বিক সদনে ‘মহাত্মা’ নামে নাটক মঞ্চস্থ করবেন‍ ইউনিভার্সেল থিয়েটারের সদস্যরা।

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আবুল কালাম আজাদ, শওকত মনসুর রিয়াদ, আবুল হোসেন খোকন, মাজহারুল হক পিন্টু, সুমী ইসলাম, দীন ইসলাম শ্যামল, আবদুল ওয়াদুদ প্রমুখ। ‘মহাত্মা’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাজহারুল হক পিন্টু।

উপমহাদেশের রাজনৈতিক ক্রমধারায় ১৯৪৬ সালের ১০ অক্টোবর নোয়াখালীতে দাঙ্গা বেঁধেছিলো। ভারতবর্ষের সাম্প্রদায়িক ঐক্যকে বিনষ্ট করার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ওই দাঙ্গা লাগানো হয়। সুবিধাবাদী ও ধর্মান্ধরা হামলা চালিয়ে সেতু, রাস্তা, ডাকঘর নষ্ট করে। পেট্রোল ছড়িয়ে আগুন লাগায় গ্রামের পর গ্রাম। ব্যাপক লুটপাট, নরহত্যা, নারীহরণ ও নারী নির্যাতন করা হয়।

এ ঘটনায় ভারতবর্ষের রাজনীতিক মহাত্মা গান্ধীর অবদান ও তাৎকালীন সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা হবে ওই নাটকে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।