ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘সাংবাদিক নাজাত হোসেনের সৃষ্টিকর্ম আমাদের প্রেরণা যোগাবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
‘সাংবাদিক নাজাত হোসেনের সৃষ্টিকর্ম আমাদের প্রেরণা যোগাবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: জীবনে কঠিন সংগ্রাম করে বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক সৈয়দ নাজাত হোসেন যে সৃষ্টিকর্ম আমাদের জন্য রেখে গেলেন তা যুগ যুগ প্রেরণা যোগাবে। ৪৪ বছরের সাংবাদিকতা জীবনে ব্যক্তি নাজাত যা দিয়েছেন তা নতুন প্রজন্মের কাছে মাইলফলক হিসেবে বিবেচিত হবে।



শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজশাহীতে কবিকুঞ্জ আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, তার গান ও নাটক এ জাতিকে স্বপ্ন দেখিয়েছে। ব্যক্তি নাজাত মুছে গেলেও তার সৃষ্টি মুছে যাবে না।

রাজশাহী সাধারণ গ্রন্থাগারে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন কবিকুঞ্জের সভাপতি রহুল আমিন প্রামাণিক।

সভায় সৈয়দ নাজাত হোসেনের সাহিত্যকর্ম ও সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের প্রফেসর ড. অনীক মাহমুদ, বরেন্দ্র কলেজের অধ্যক্ষ আলমগীর মালেক, শাহ মখদুম কলেজের বাংলা বিভাগের প্রধান ড. অনুপম হাসান, আবৃত্তি শিল্পী মজিদা আখতার বীথি, শিক্ষক মাসুমা খানম, কবিকুঞ্জের যুগ্ম সম্পাদক কামরুল বাহার আরিফ, কবি ও সাংবাদিক শামীম হোসেন।

স্মরণসভায় সৈয়দ নাজাত হোসেনের একমাত্র ছড়াগ্রন্থ ‘হাত ঝুমঝুম পা ঝুমঝুম’ থেকে পাঠ করে শোনান কবিকুঞ্জের কবিরা।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।