ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

শাহজাদপুরে তিন দিনের রবীন্দ্র উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মে ৮, ২০১৬
শাহজাদপুরে তিন দিনের রবীন্দ্র উৎসব শুরু ছবি-বাংলানিউজটোয়েন্টিফার.কম

সিরাজগঞ্জ: নানান আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবির রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাচারিবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব।

রোববার (০৮ মে) কবির ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দুপুর ১২টায় কাচারিবাড়ি অডিটোরিয়ামে শাহজাদপুরের স্থানীয় শিল্পীদের দলীয় সংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে রবীন্দ্র উৎসব শুরু হয়।

পরে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এতে সম্মানিত অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি ছিলেন গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুভাষ সিংহ রায়, জেলার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ০৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।