ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

তরুণ শিল্পীদের আমিনুল ইসলাম অ্যাওয়ার্ড প্রদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
তরুণ শিল্পীদের আমিনুল ইসলাম অ্যাওয়ার্ড প্রদান

ঢাকা: তরুণ চিত্রশিল্পীদের উদ্ধুদ্ধ করতে এবার ‘আমিনুল ইসলাম ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। প্রতি দুইবছর পরপর এ পুরস্কার দেওয়া হয়।


 
মঙ্গলবার (২৬ জুলাই) বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৩ জুলাই বিকেল সাড়ে পাঁচটায় ধানমন্ডির জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ-এ আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে।

খ্যাতিমান শিল্পী আমিনুল ইসলামের স্মৃতি রক্ষার্থে ২০১৩ সালে তার পরিবারের পক্ষে এ অ্যাওয়ার্ড চালু করা হয়। যার ম্যানেজিং পার্টনার হিসেবে রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন।

তিনজন বিচারকের মতামতের ভিত্তিতে এবার দশজন তরুণ শিল্পীকে মনোনীত করা হয়।

তারা হলেন- আলী আসগর, পলাশ বরুণ বিশ্বাস, রফিকুল ইসলাম শুভ, পলাশ ভট্টাচার্য, রাজীব দত্ত, রুপম রায়, সালমা আবেদীন পৃথী, শামসুল আলম হেলাল ও জিহান করিম।

তবে মনোনীতদের মধ্যে তরুণ শিল্পী রফিকুল ইসলাম শুভ ও রাজিব দত্ত এক লাখ টাকাসহ অ্যাওয়ার্ড পেয়েছেন।

এদিকে একইদিন ওপেন স্টুডিও-এরও উদ্বোধন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। এক্সপেরিমেন্টালের কাজ ও আগ্রহী তরুণ শিল্পীদের নিয়ে নতুন নতুন কাজ করতেই এ ওপেন স্টুডিও স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।