ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ভাওয়াইয়া গান রংপুরের মানুষের প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
ভাওয়াইয়া গান রংপুরের মানুষের প্রাণ

রংপুর: ভাওয়াইয়া গান রংপুরের মানুষের প্রাণ। এ গান সারাদেশের মানুষের কাছে পরিচিত করে তোলা প্রয়োজন বলে অভিমত দিয়েছেন বক্তারা।

 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রংপুর ভাওয়াইয়া অঙ্গনের কেন্দ্রীয় দপ্তর বিভাগীয় শাখার আয়োজনে সন্ধ্যায় নিউ ইঞ্জিনিয়ার পাড়া কমিটি পরিচিতি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি।

রংপুর বিভাগীয় ভাওয়াইয়া অঙ্গনের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহিলা আসনের সংসদ সদস্য হোসেন আরা লুৎফা ডালিয়া, রংপুর আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল, সংগঠক মো. তানভীর হোসেন আশরাফি, রংপুর বিভাগীয় ভাওয়াইয়া শাখার সচিব রণজিৎ কুমার রায়, প্রধান প্রশিক্ষক মোহাম্মদ সিরাজ উদ্দিন প্রমুখ।

পরে দ্বিতীয় ভাওয়াইয়া রজনী কমিটির পরিচিত অনুষ্ঠিত হয়। এরপর ভাওয়াইয়া গান পরিবেশন করেন শিল্পীরা।

বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭,২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।