ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

সাতক্ষীরায় কবিতা পরিষদ সম্মাননা পেলেন ৬ গুণী ব্যক্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
সাতক্ষীরায় কবিতা পরিষদ সম্মাননা পেলেন ৬ গুণী ব্যক্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় সাহিত্য ও সংস্কৃতি বিকাশে বিশেষ অবদান রাখায় ছয় গুণী ব্যক্তিকে কবিতা পরিষদ সম্মাননা-২০১৬ দেওয়া হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কবিতা পরিষদ আয়োজিত দ্বাদশ কবিতা উৎসবে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

উৎসবে সাহিত্যে বিশেষ অবদানের জন্য শামসুজ্জামান, সংগীতে তৃপ্তিমোহন মল্লিক, শিক্ষায় অধ্যক্ষ আব্দুর রহমান, গবেষণায় ড. মিজানুর রহমান, প্রবন্ধে শুভ্র আহমেদ, কবিতায় সালেহা আকতার ও নাটকে তরুণ নাট্যকার জি এম সৈকতকে কবিতা পরিষদ সম্মাননা ২০১৬ দেওয়া হয়।


উৎসবে কবিতা পরিষদের সভাপতি আমিনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কথা সাহিত্যিক অমর মিত্র।

এসময় আলোচনায় অংশ নেন- প্রাবন্ধিক প্রফেসর কাজী মুহম্মদ অলিউল্লাহ, দ্বাদশ কবিতা উৎসবের আহ্বায়ক মন্ময় মনির, কবি সরদার গিয়াস উদ্দিন ও শেখ সিদ্দিকুর রহমান প্রমুখ।

উৎসবে জেলার দুই শতাধিক কবি ও সাহিত্যিক অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।