ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

একুশে গ্রন্থমেলায় শামীম হোসেনের দুই বই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
একুশে গ্রন্থমেলায় শামীম হোসেনের দুই বই একুশে গ্রন্থমেলায় শামীম হোসেনের দুই বই

রাজশাহী: এবার অমর একুশে গ্রন্থমেলায় রাজশাহীর কবি শামীম হোসেনের দুটি বই প্রকাশিত হয়েছে। ‘ডুমুরের আয়ু’ কবিতার বইটি প্রকাশ করেছে প্ল্যাটফর্ম।

প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মেলার ১৩০নং স্টলে পাওয়া যাচ্ছে এ বই।

শিশু-কিশোর ছড়ার বই ‘গাছভাই নাচভাই’ প্রকাশ করেছে বাংলার কবিতা প্রকাশনী। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন রাজিব রায়। বইটি পাওয়া যাবে লিটলম্যাগ চত্বরের ২৭ নং স্টলে।
   
কবি শামীম হোসেন ১৯৮৩ সালের ৭ আগস্ট রাজশাহীতে জন্ম নেন।

তিনি দেড় দশকের অধিক সময় আত্মমগ্ন রয়েছেন কবিতাধ্যানে। তার প্রকাশিত কবিতাগ্রন্থ : বরেন্দ্র প্রান্তরে বসন্ত নামে (২০০৭), পাখি পাখি ভয় (২০১১), উপমাংসের শোভা (২০১২), শীতল সন্ধ্যা গীতল রাত্রি (২০১৩), ধানের ধাত্রী (২০১৫)। ছড়াগ্রন্থ : এক তুড়ি ছয় বুড়ি (২০০৮)। কবিতা লেখার পাশাপাশি সম্পাদনাতেও রয়েছে তার বিশেষ দক্ষতা। দীর্ঘদিন ধরে প্রকাশ করছেন শিল্প-সাহিত্যের কাগজ ‘নদী’।

এরই মধ্যে স্বীকৃতি হিসেবে পেয়েছেন কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার (২০১৫), রূপান্তর সাহিত্য পুরস্কার (২০১৩), রাজশাহী সাহিত্য পরিষদ পুরস্কার (২০১১), অধ্যয়ন শিশু ফাউন্ডেশন পুরস্কার (২০০৬)। বর্তমানে তিনি গণমাধ্যমে কর্মরত।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এসএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।