শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের মোড়ক উন্মোচন মঞ্চে ‘নাটাই ছাড়া ঘুড়ি’ ও ‘বাসি ফুলের গান’ নামে কবিতার বই দু’টির মোড়ক উন্মোচন করেন তিনি।
দু’টি বই-ই তার ভাগনি তহসিনা এ্যানির লেখা।
মোড়ক উন্মোচক শেষে ডেপুটি স্পিকার বলেন, ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। আমাদের গর্বের মাস। আজ যে দু’টি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হলো এ বই দু’টি পড়লে গ্রাম বাংলাকে খুঁজে পাওয়া যাবে।
এ সময় তিনি তার ভাগনির জন্য সবার কাছে দোয়া চান, যাতে সে আরও বেশি করে বই লিখতে পারেন।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এমএইচকে/আরআইএস/এএ