ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২২তম সম্মেলন অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২২তম সম্মেলন অনুষ্ঠিত

‘মানবের দেশে আমার, দানব নাহি রবে’ শীর্ষক স্লোগানকে ধারণ করে শুক্রবার (৩১ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালার মিলনায়তনে অনুষ্ঠিত হলো- বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের দ্বিবার্ষিক সম্মেলন-২০১৭। 

এদিন সকালে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক। এতে বিশ্ববিদ্যালয় ও ‘বর্তমান সময়ের আলোকে গ্রুপ থিয়েটার চর্চা’ বিষয়ে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- ফেডারেশানের সম্মানিত সদস্য রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ ও সারা যাকের। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।  

এছাড়াও সম্মেলনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সব নেতা ও সারাদেশের ফেডারেশানভুক্ত নাট্যসংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে ২২তম দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৭ আয়োজন। সম্মেলন শেষে আগামী ০১ এপ্রিল (শনিবার) বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে ফেডারেশানের সব নেতা, সম্মেলনে উপস্থিত সব প্রতিনিধি ও সব নাট্যশিল্পীদের নিয়ে গাজীপুর, হোতাপাড়া খতিব বাড়িতে দিনব্যাপী থিয়েটার ক্যাম্প অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।